হাই ! আমি মেহেদী হাসান। ছোট্ট করে “হাসান”ও বলতে পারেন। ভাল লাগে যতটুকু জানি সবটুকুই শেয়ার করতে। নতুন কিছু শিখতে সব সময়ই চেষ্টা করি। পছন্দ করি কাজ করতে। পড়ালেখা করছি পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট(Computer Engineering) এ। ফ্রি সময়গুলিতে বই পড়তে ও ওয়েব ডিজাইন ভালবাসি। আর টাকা থাকলে ইচ্ছা করে ট্যুর দিয়ে টই টই করে ঘুরে বেড়াই ! এছাড়াও 'MY EDITZZ' নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে।